বাংলার ভোর প্রতিবেদক
অতিরিক্ত সচিব পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের অভিযোগে যশোরে আটক প্রতারক আব্দুস সালাম আদালত থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। এরপর তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানিশেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা তার জামিন আবেদন মঞ্জুর করেন। আদালতের কোতোয়ালি থানা শাখার জিআরও এসআই মাহাবুব বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার সন্ধ্যায় আটক আব্দুস সালামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ খাতের ভিআইপি গাড়ির চালক আব্দুর রহিম বিশ্বাস। সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মামলাটি করা হয়। আসামি আব্দুস সালাম যশোরের মণিরামপুর উপজেলার খেদাপড়া ইউনিয়নের হেলাঞ্চী গ্রামের ইলাহি বক্স গাজীর ছেলে। জিআরও এসআই মাহাবুব জানান, উল্লেখিত ধারায় আসামি জামিনযোগ্য। এছাড়া আসামি অসুস্থ- এই মর্মে চিকিৎসকের দেয়া একটি ব্যবস্থাপত্র আদালতে জমা দেন তার আইনজীবী। এরই প্রেক্ষিতে শুনানিশেষে আব্দুস সালামকে জামিনের আদেশ দেন আদালতের বিচারক।

Share.
Exit mobile version