বিবি প্রতিবেদক
যশোরে আন্তঃস্কুল ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের নবকিশলয় স্কুলে আইডিয়া স্পোকেন-দ্য গেইম মেথড’র আয়োজনে এই বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বির্তকে শহরের স্বনামধন্য আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষাপ্রতিষ্ঠান গুলো হলেন, যশোর সরকারি বালিকা বিদ্যালয়, জিলা স্কুল, সখিনা গার্লস হাই স্কুল, নবকিশলয় স্কুল, কালেক্টরেট স্কুল, এমএসটিপি সরকারি বালিকা বিদ্যালয়, বাদশাহ ফয়সাল ইসলামি ইন্সটিটিউট (ঈদগাহ) ও যশোর আমিনিয়া মাদ্রাসা।
বিতর্কের মডারেটর ছিলেন আইডিয়া স্পোকেনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা হামিদুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখিনা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রওশন আরা ছবি, কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসেন, নব কিশলয় স্কুলের অধ্যক্ষ ফ্যান্সি জামান প্রমুখ। বিতর্কে শ্রেষ্ঠ বক্তা হয়েছে নব কিশলয় স্কুল থেকে তাসফিয়া হক ঐশ্বর্য্য ও নেহা; কালেক্টরেট স্কুল থেকে সিনথিয়া জামান, সখিনা স্কুল যশোরের ছোঁয়া এবং আমিনিয়া মাদ্রাসা থেকে আনাস বিন ফারুক। জয়লাভ করে সখিনা গার্লস হাই স্কুল, নবকিশলয় স্কুল, কালেক্টরেট স্কুল এবং আমিনিয়া মাদ্রাসা।
অনুষ্ঠানে আইডিয়া স্পোকেনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা হামিদুল হক বলেন, ‘আইডিয়া স্পোকেন টিম ভিষণ সাহস নিয়ে যশোরের স্বনামধন্য দশটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ইংরেজি শেখানোর কার্যক্রম শুরু করেছিলো। কোন কাজ শুরু করা সহজ, কিন্তু বাধাবিপত্তি পেরিয়ে শেষ করাটা কঠিন। সকল সীমাবদ্ধতাকে পার করে আমাদের সেই প্রকল্প এখন শেষের পথে। এই আয়োজন সম্পূর্ণ বিনামূল্যে হলেও আমার শিক্ষার্থীরা একদিনের জন্যও কোন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বাদ দেয়নি; একাধারে চলেছে প্রতি সপ্তাহের অনলাইন কার্যক্রমে ইংরেজি শিখন। এসবের মধ্যে দিয়ে দশ শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী যারা ইংরেজিকে ভয় পেতো, তারা আজ ইংরেজিতে বিতর্ক করছে, অনার্গল কথা বলছে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রথম পিলার ‘স্মার্ট সিটিজেন’ তৈরির জন্য ইংরেজি শেখার গুরুত্বকে উপলব্ধি করেই আমাদের এই যাত্রা।
সখিনা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রওশন আরা ছবি বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়েদের অভূতপূর্ব পরিবর্তন আমরা স্বচক্ষে দেখেছি। যারা ইংরেজি বলতে ভয় পেতো, গলা কাঁপতো- ওরা আজ স্বেচ্ছায় ইংরেজিতে গল্প জমায়। আইডিয়া স্পোকেনের এই অভূতপূর্ব উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।’ কালেক্টরেট স্কুল প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসেন বলেন, ‘আইডিয়া স্পোকেন অনেক আগে থেকেই আমাদের ছেলেমেয়েদের ইংরেজিতে দক্ষ করে তুলছে। এই উদ্যোগ থেমে যাওয়া উচিৎ হবে না বলেই আমি মনে করি।’
অনুষ্ঠানে বিচারকমন্ডলী ছিলেন আইডিয়া স্পোকেনের কোর্ডিনেটর নাবিলা সুলতানা এবং ফ্যাসিলিটেটর সোমা খান, জেসমিন আক্তার, শাহরিয়ার খান প্রান্ত ও মিতালি বালা।
প্রসঙ্গত, ‘স্মার্ট যশোর ফর স্মার্ট বাংলাদেশ’ প্রকল্পের আওতায় যশোরের স্বনামধন্য দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট এক হাজার শিক্ষার্থীকে আইডিয়া স্পোকেন-দ্য গেইম মেথড টিম বিনামূল্যে ইএসএল এর মধ্যে দিয়ে ইংরেজি শেখাচ্ছে ৬ মাসব্যাপি। খেলতে খেলতে ইংরেজি শেখানোর এই প্রকল্পের সমাপ্তি হতে চলেছে আগামী ফেব্রুয়ারিতে। সেই লক্ষ্যে শিক্ষার্থীদের চূড়ান্ত ডিবেট টিম বাছাইয়ের উদ্দেশ্যে ২৫ জানুয়ারি থেকে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু হলো।
শিরোনাম:
- একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার সম্ভব না: মির্জা ফখরুল
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল