বাংলার ভোর প্রতিবেদক
আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রোববার সকালে যশোর জেলা নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাকিবের নেতৃত্বে একটি র্যালি যশোর সদর হাসপাতাল থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় যশোর সদর হাসপাতালে এসে শেষ হয়।
পরে হাসপাতালে সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডা. জিকেএম শামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমনা শারমিন খান এবং মেডিকেল অফিসার যশোর সদর হাসপাতালসহ বিভিন্ন পদবীর নার্সগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় যশোর সদর হাসপাতালে রোগীর সংখ্যা অনুসারে ডাক্তার ও নার্স না থাকায় যুগোপযোগী ও মানসম্মত সেবা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি তাদের পদোন্নতি না হওয়া ও পোশাক পরিবর্তন করায় তা পূর্বের ন্যায় করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।