বাংলার ভোর প্রতিবেদক

যশোরে আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, যশোর শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান ইমাম বাবলু ও যশোর সদর উপজেলার রহিমপুর গ্রামের জাহিদ হাসান।

কোতোয়ালি থানার এসআই আব্দুস সবুর জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নেতাকর্মীরা নাশকতা চালায়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়। আটকদের ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

তাদেরকে ওই মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Share.
Exit mobile version