বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলা পরিষদের হল রুমে ওয়েলফেয়ার সেন্টার যশোরের উদ্যোগে ওয়েজ আর্নাস কল্যাণ বোড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন আরএআইএসই প্রকল্পের আওয়াতায় ‘বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে প্রকল্পের ভূমিকা’ শীর্ষক এক ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়েছে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা শাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব ও পরিচালক ( আইআরপি)
মোঃ গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা, পৌর সভার কাউন্সিলর শাহিনুর রহমান, সমবায় কর্মকর্তা অহিদুর রহমান প্রমুখ।