বাংলার ভোর প্রতিবেদক
যশোর আব্দুর রাজ্জাক কলেজের ছাত্র নুর হোসেন হত্যা মামলার অন্যতম আসামি সাইদুল ওরফে পঁচা হত্যাকান্ডের সাথে জড়িত বর্ণনা করে মঙ্গলবার ১৪ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে হত্যাকান্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। গ্রেফতার হওয়া সাইদুল ওরফে পঁচা শংকরপুর এলাকার বাসিন্দা।
গত সোমবার ১৩ মে সকালে পিবিআই যশোরের একটি চৌকস টিম খুলনার ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা গ্রাম থেকে পচাকে গ্রেফতার করে। গত ১১ মে রাতে শহরের শংকরপুর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শহরের শংকরপুর এলাকার কলেজ ছাত্র একই এলাকার নজরুল ইসলামের ছেলে নূর হোসেনকে এলাকার চিহ্নিত দূবৃর্ত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় তার মা বাদি হয়ে আসামিদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে কোতয়ালি থানায় মামলা করেন।