বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ায় কুরবান আলীকে কুপিয়ে জখমের মামলায় ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।
অভিযুক্তরা হলেন, রেলগেট পশ্চিম পাড়ার আবুল বাশার মোল্লা ওরফে কানা বাশার, তার ছেলে তুহিন মোল্লা, মেয়ে নাজমা বেগম, একই এলাকার সোহেল, শিপন মোল্লা ও অমিত। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই শেখ আকতারুল ইসলাম আদালতে এ চার্জশিট দিয়েছেন।
জানা যায়, ২০২৩ সালের ৭ ডিসেম্বর দুপুর ২টার দিকে মামলার বাদী কোরবান আলী বালি বিক্রির পাওনা টাকা আদায়ের জন্য খড়কি কলাবাগান এলাকায় যাচ্ছিলেন। পথে খড়কির মিন্টু মিয়ার বাড়ির পাশের গলির রাস্তায় পৌঁছালে আচমকা আসামিরা তার ওপর চড়াও হন। এ সময় তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এছাড়া তার কাছে থাকা ২৫ হাজার টাকা কেড়ে নেন আসামিরা। এ ঘটনায় কোরবান আলীর ভাই শেখ সেলিম কোতয়ালি থানায় মামলা করেন।