বাংলার ভোর প্রতিবেদক
যশোরে গাঁজা বিক্রির সময় পিয়াস হোসেন নামে এক যুবককে পুলিশ আটক করেছে। তিনি ঝিকরগাছা উপজেলার চাপাতলা মির্জাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ফাঁড়ির এক এএসআই গোপন সূত্রে খবর পায় সদর থানার গোয়ালদাহ বাজার এলাকায় জনৈক গাঁজা বিক্রেতা গাঁজা নিয়ে অবস্থান করছে।
ওই সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২ টায় সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানকারী গাঁজা বিক্রেতা পালানোর চেষ্টার এক পর্যায়ে আটক হয়। তার কাছ থেকে ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক পিয়াসকে কোতয়ালি থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।