বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলায় অভিযান পরিচালনা করে ৩৪ পিস চোরাই মোবাইলসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক আসামিরা হলেন, শার্শা উপজেলার উত্তর বরুজবাগান গ্রামের ইমরান হোসেন (৩৭) ও রাহাত আলী মুবিন সিয়াম (২০)।
ডিবি পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে কাজীরবেড় গ্রামের আফজাল সুপার মার্কেট রেলগেট বাজারে ইমরান টেলিকম নামক মোবাইলের দোকান থেকে ও একই দিন সন্ধ্যায় যশোর শার্শা উপজেলার নাভারন ব্যাংক মার্কেটস্থ প্রাইম টেলিকম এন্ড ইলেক্ট্রনিক্স নামক মোবাইলের দোকান থেকে মোট ৩৪ পিস চোরাই মোবাইলসহ তাদের আটক করা হয়।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, এ ঘটনায় শার্শা থানায় এজাহার দায়ের করা হয়েছে।