বিবি প্রতিবেদক
যশোর শহরের বড়বাজারে জাগরণী চক্র ফাউন্ডেশনের (জেসিএফ) পরিবেশবান্ধব মডেল খুচরা মাছ বাজারের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেমনের উপ-নির্বাহী পরিচালক মেরিনা আখতার। উদ্বোধন শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
জেসিএফ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’র (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহায়তায় যশোর ও ঝিনাইদহ জেলায় টেকসই ও নিরাপদ মাছ চাষ উৎসাহিত করতে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় মৎস্য আড়তের পরিবেশ উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের অবকাঠামোগত কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। তার ধারাবাহিকতায় যশোর শহরের বড় বাজার খুচরা মাছ বাজার, ড্রেন নির্মাণ, মেঝে, সেড ও রাস্তার উন্নয়ন, স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন, গভীর নলকূপ স্থাপন, ডাস্টবিন স্থাপন, ডিজিটাল ওয়েট মেশিন বিতরণ এবং পরিবেশবিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে পরিবেশবান্ধব মৎস্য বাজারের গুরুত্ব তুলে ধরেন এবং মডেল মৎস্য বাজারের পরিবেশ রক্ষায় সকলের সমন্বিত প্রচেষ্টার কথা উল্লেখ করেন।
বড় বাজার খুচরা মাছ বাজারের অবকাঠামোগত ও পরিবেশগত উন্নয়নের ফলে দীর্ঘদিন ধরে চলমান আড়তের অব্যবস্থাপনা, অস্বাস্থ্যকর পরিবেশ ও জলাবদ্ধতার নিরসন হওয়ায় স্থানীয় মাছ চাষি, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উপকৃত হবে।
অনুষ্ঠানে জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (মাইক্রোফাইন্যান্স) আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়বাজার দোকান মালিক সমিতির সভাপতি মীর মোশাররফ হোসেন বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক শেখ মোজাম্মেল হক।
শিরোনাম:
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস
- শীতে ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার সম্ভব না: মির্জা ফখরুল
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়