বাংলার ভোর প্রতিবেদক
“তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলায় মানোন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। রোববার সকালে যশোরের শামস্ উল হুদা স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও প্রীতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয় ।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম। তিনি বলেন, স্বাস্থ্যবান জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীর ও মন সুস্থ রাখতে সকল বয়সী মানুষের নিয়মিত খেলাধুলা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও সদর উপজেলার ক্রীড়া অফিসার খালেদ জাহাঙ্গির, সদস্য শফিকুজ্জামান, এ জেড এম সালেক, নিবাস হালদারসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে এক প্রীতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়।