বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র্যালি, হুইলচেয়ার, ট্রাইসাইকেল ও কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
পরে, জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রশাসকের সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন।
প্রধান অতিথি তার বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমাজসেবা অধিদপ্তরের কর্মীদের নিরলস ভূমিকার প্রশংসা করেন। সাথে সাথে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউণ্ডেশনের সহযোগিতায় ৬টি হুইলচেয়ার এবং ২টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়। একই সঙ্গে, বয়স্কদের জীবনমান উন্নয়নে ৫টি বয়স্ক ভাতা কার্ড প্রদান করা হয়। এছাড়া, প্রাইড ও ব্যাংক এশিয়ার সহযোগিতায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিসহ জাগরণী চক্র ফাউণ্ডেশন, উলাসী সৃজনী সংঘ, শিশু নিলয়, জয়তী সোসাইটি, এডাব, ল্যাম্ফ, আর্স বাংলাদেশ, আইইডি, আমরা করবো জয়, মাসুদ খান ফাউন্ডেশন, আদদ্বীন, আহসানিয়া মিশন, বাঁচতে শেখা, অর্পন, বঞ্চিতা, সেভ সোসাইটি, রাইজ, সৃষ্টিশীল, প্রাইড, মুসলিম এইড, গণজাগরণ ফাউন্ডেশন, ধারা, বারীনগর সমাজকল্যাণ সংস্থা, আফনান, নমুনাসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন ও সমাজসেবা সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
