বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে যশোরের প্রাণকেন্দ্র ভৈরব চত্বর দড়াটানায় এ সভা অনুষ্ঠিত হয়।

যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি আব্দুল কাদের বলেন, ৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

এই দিনে যশোর মক্ত দিবস হিসেবে আখ্যায়িত। এদিনে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল। তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামই প্রমাণ করে, কোনো অন্যায় শাসন চিরস্থায়ী হতে পারে না।

এই দেশে আর কোনো স্বৈরাচারীর স্থান হবে না।

জনগণ তাদের অধিকার আদায়ে সবসময় সচেতন ও ঐক্যবদ্ধ থাকবে এটাই আজকের দিনের অঙ্গীকার হওয়া উচিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। স্বৈরাচার পতন আমাদের শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদই ন্যায়ের পথ প্রশস্ত করে।

দেশ গঠনে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসনের বিকল্প নেই। তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি নুর-ই আলী নুর মামুন, কর্মপরিষদ সদস্য আবুল হাশেম রেজা, যশোর শহর জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন এবং যশোর শহর শিবির সভাপতি ইব্রাহিম শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস হিসেবেও তাৎপর্যপূর্ণ।

এই দিনে যশোরবাসী মুক্তির স্বাদ পেয়েছিল। বক্তারা বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং স্বৈরাচারী মানসিকতা থেকে দেশকে মুক্ত রাখতেই হবে।

আলোচনা সভায় নেতৃবৃন্দ আগামী দিনে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত এবং মানুষের কল্যাণে নিবেদিত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version