বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের উদ্যোগে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোরের বিডি হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মনজুর রহমান, জনতা ব্যাংক পিএলসি এরিয়া অফিস যশোরের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম, রূপালী ব্যাংক পিএলসি এরিয়া অফিস যশোরের ডেপুটি জেনারেল ম্যানেজার সাহাদ আলী, অগ্রণী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় যশোরের ডেপুটি জেনারেল ম্যানেজার রোকন উদ্দিন, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস যশোর নর্থের ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় জালনোট শনাক্তকরণ ও প্রতিরোধ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন, মনজুর রহমান এবং খুলনা অফিসের যুগ্ম পরিচালক মিজানুর রহমান।
কর্মশালায় সভাপতিত্ব করেন, সোনালী ব্যাংক পিএলসি, যশোর কালেক্টরেট ভবন শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) জাফরিন নাহার ।
কর্মশালায় বক্তারা বলেন, জালনোট দেশের অর্থনীতির জন্য একটি বড় হুমকি। জাল টাকা শনাক্ত ও প্রতিরোধে সাধারণ মানুষ ও ব্যাংক কর্মকর্তাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি।
কর্মশালায় জাল নোট শনাক্ত করার সহজ ও কার্যকর উপায়, নিরাপত্তা বৈশিষ্ট্য এবং সন্দেহজনক নোট শনাক্ত হলে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত কার্যকর বলে মত প্রকাশ করেন।
