বাংলার ভোর প্রতিবেদক
বুধবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং রূপান্তর’র আয়োজনে দিনব্যাপি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটির সমন্বয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক এবং রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।
এছাড়া উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনাল’র পলিসি অ্যাডভোকেসি স্পেশালিস্ট মৃন্ময় মহাজন ও রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ। সম্মেলনের মাধ্য দিয়ে জেলা, উপজেলা এবং ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির গৃহীত উদ্যোগ এবং চলমান কার্যক্রম উপস্থাপন এবং জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে মানব পাচার প্রতিরোধ কমিটির ভূমিকা ও দায়িত্ব পর্যালোচনা এবং ভবিষ্যত করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ অলোচনা করা হয়।
