বাংলার ভোর প্রতিবেদক

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে পৃথক কর্ম সূচি কররেছে  ট্রেড ইউনিয়ন সংঘ ও  জাতীয় সমাজতান্ত্রিক দল ‘সিপাহি জনতার অভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে যশোরে জেলা জাসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের গাড়িখানা সড়কস্থ দলীয় কার্যালয়ে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সহসভাপতি আহসান উল্লাহ ময়না। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জেলা জাসদের সহ সভাপতি ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ। বক্তব্য রাখেন জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপি, যশোর পৌর জাসদের আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবর, জাসদ নেতা মাস্টার নুর ইসলাম, মতিউর রহমান পপি প্রমুখ।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ১৯৭৫ সালে ৭ নভেম্বর কর্নেল আবু তাহেরের (বীর বিক্রম) নেতৃত্বে সিপাহী জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছিলো এবং এই অভ্যুত্থান কোন ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য নয়। কর্নেল আবু তাহের চেয়েছিলেন দেশ থেকে ব্যক্তি স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার এবং হত্যা ক্যু ষড়যন্ত্রের রাজনীতির অবসান।

নেতৃবৃন্দ বলেন ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য ১৯৭৫ সালের ৭ নভেম্বর এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিলো।

এর  আগে সকালে প্রেসক্লব যশোরের সামনে মাবনবন্ধন ও সমাবেশ করে ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা।
এতে জেলা ও কেন্দ্রিয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version