বাংলার ভোর প্রতিবেদক
যশোরে দলিত জনগোষ্ঠীর স্থায়ী আবাসন ও সামাজিক স্বীকৃতির দাবিতে মতবিনিময় সভা হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে নাগরিক উদ্যোগের আয়োজনে এ মতবিনিময় হয়।

প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মাসুদুর খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামসুজ্জামান স¦জন, ছাত্র প্রতিনিধি মারুফ হাসান সুকর্ণ, সহকারী মাঠ সমন্বয়কারী নাসির উদ্দীন, প্রজেক্ট অফিসার অলোক কুমার দাস, আয়না মতি বিশ্বাস।

সভায় বক্তারা বলেন, দলিত জনগোষ্ঠী ঐতিহাসিকভাবেই পেশাভিত্তিক বৈষম্যের শিকার এবং বেশিরভাগই ভূমিহীন। তাদের আবাসন, পয়ঃনিষ্কাশন, পানি সরবরাহ ও স্বাস্থ্য সমস্যা প্রকট। ঝুঁকিপূর্ণ কাজের কারণে তাদের গড় আয়ু কম এবং বেতন বৈষম্য ও চাকরিতে বঞ্চনা নিত্যনৈমিত্তিক ঘটনা। শিক্ষাক্ষেত্রেও জাতগত বৈষম্যের কারণে ঝরে পড়ার হার বেশি। সরকারের গৃহীত কর্মসূচিগুলো অপ্রতুল এবং টেকসই উন্নয়নের জন্য বাজেটে আরও বরাদ্দ বাড়ানো প্রয়োজন। স্থানীয় সরকার ও প্রশাসন আন্তরিক হলে দলিত জনগোষ্ঠীর দুঃখলাঘব হবে।

সভায় দলিত জনগোষ্ঠীর জন্য স্থায়ী আবাসন, শিশু শিক্ষার শতভাগ নিশ্চয়তা, বেকার যুবক ও নারীদের কর্মসংস্থান, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিশ্চিতকরণ, বেতন বৈষম্য দূরীকরণ এবং সামাজিক বৈষম্য দূরীকরণে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version