বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের শিক্ষকদের রিফ্রেসার্স প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে রোববার ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে সনদপত্র বিতরণ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওন। প্রধান অতিথি ছিলেন দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের পরিচালক (উপ-সচিব) আব্দুস সবুর। তিনি বলেন, এ প্রকল্পটি নৈতিকতা সম্পন্ন মানুষ গঠনে প্রকল্পের শিক্ষকদের বেশি আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তাদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞানের মাধ্যমে মাদ্রাসা পরিচালনা করতে হবে। তিনি বলেন, একজন ভালো শিক্ষক একজন ভলো ছাত্র তৈরি করতে পারেন। তাই দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকদের এবিষয়ে আরো গুরুত্ব দিতে হবে। তাদেরকে আরো জ্ঞান চর্চা বড়াতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলার ফিল্ড অফিসার মো. সোলায়মান। আরো বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলার মাস্টার ট্রেইনার মাওলানা আশরাফ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন যশোর সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মাসুম বিল্লাহ। বক্তব্য প্রদান শেষে ৩৩ জন শিক্ষকের কোর্স সমাপনী সনদপত্র প্রদান করা হয় ।