বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের দুটি এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ দুই ইয়াবা বিক্রেতাকে আটক করেছে। আটকরা হচ্ছেন সদর উপজেলার শেখহাটি গ্রামের মোস্তাকিম মোল্লা ও যশোরের শার্শা উপজেলার উলাশী গ্রামের আকাশ হোসেন। এ ব্যাপারে মাদক আইনে কোতয়ালি থানায় দু’টি মামলা হয়েছে।
পুলিশ জানায় গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে শহরের চৌরাস্তা মিনিস্টার শো’রুমের সামনে ইয়াবা বিক্রেতা ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা আকাশ হোসেন পালানোর চেষ্টা করে এ সময় তাকে আটক করে ২১পিস ইয়াবা উদ্ধার করে। একই দিন বিকেল শহরের বড়বাজারস্থ চুড়িপট্টি হাজী আব্দুল করিম রোড বাইলেন মেসার্স শহিদুল ট্রেডার্সের সামনে কতিপয় মাদক বিক্রেতা ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ইয়াবা বিক্রেতা যুবক মোস্তাকিম মোল্লা পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার কাছ থেকে ১৫পিস ইয়াবা উদ্ধার করে।