বাংলার খেলা প্রতিবেদক
যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুই দিনব্যাপি অনূর্ধ্ব-২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে নাদিরা ইসলাম স্মৃতি ইনডোর ভলিবল গ্রাউন্ডে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্বাবধানে ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এই ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান, এজেডএম সালেক, শ্রীনিবাস হালদার, সামিউল আলম শিমুল, মাসুদ রানা বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও এডহক কমিটির সদস্য সচিব খালিদ জাহাঙ্গীর।

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান সামনে রেখে এই অনূর্ধ্ব-২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খুলনা ও বরশিাল বিভাগের জেলাসমূহ খেলায় অংশ নেবে। খেলা চলবে ১৮ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version