নিজস্ব প্রতিবেদক
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যশোরের শার্শা উপজেলার ইসলামপুর গ্রামের আমান উল্লাহর ছেলে শাওন খানের বিরুদ্ধে কোতয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি শাওন খান ওমানে থাকা অবস্থায় যশোর সদরের রাজারহাট এলাকার এক যুবতীর সাথে সম্পর্ক গড়ে তোলে। আসামি ওমান থেকে শার্শায় তার বাড়ি এসে প্রতিনিয়ত ওই যুবতীর সাথে যোগাযোগ করে। ২৩ সেপ্টেম্বর আসামি শাওন যুবতীর শংকরপুর জাহেরা নিবাস ভাড়াটিয়া বাড়ি এসে রাত্রি যাপন করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। কিছুদিন পর ওই যুবতি শংকরপুরের ভাড়া বাড়ি ছেড়ে দেয়। রামনগর রাজারহাটে আলাউদ্দিনের বাড়ি ভাড়া নেয়। পরে আসামি শাওন রামনগর রাজারহাটের বাড়ি যাওয়া আসা করে ও শারীরিক সম্পর্ক করে। সর্বশেষ আসামি শাওন ২২ অক্টোবর বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। এরপর আসামি যুবতীর সাথে বিশ^াস ভঙ্গ করে অন্য জায়গায় বিয়ে করে। বর্তমানে যুবতীটি এক মাসের অন্তঃস্বত্ত্বা। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে যুবতী মামলা করে।
শিরোনাম:
- আজ জীবননগর হানাদার মুক্ত দিবস
- রোগীর মৃত্যু : ক্ষুব্ধ স্বজনদের হাসপাতাল ভাংচুর
- চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার আসামি আটক
- চোরাই ইজিবাইক কেনাবেচা দ্বন্দ্বে নারী ছুরিকাহত ঘটনায় মামলা
- যশোরে খাবার বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী
- যশোরে অবাধ্য মনোনয়নপ্রত্যাশীদের লাগাম টানতে কঠোর বিএনপি
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে দোয়া ও বিশেষ প্রার্থনা অব্যাহত
- চৌগাছার এক রাতে ৬ দোকানে চুরি!

