বাংলার ভোর প্রতিবেদক

বৃষ্টি উপেক্ষা করে যশোরে পবিত্র আশুরা স্মরণে শহরে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার মুড়লী দানবীর হাজী মুহাম্মদ মহসীন ইমামবাড়ী কার্যকরী সমন্বয় পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ও তাঁর সঙ্গীদের শাহাদাতের স্মরণে সহস্রাধিক নারী পুরুষ ও শিশুদের সমাগমে শোক র‌্যালিটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান হতে দড়াটানা-চৌরাস্তা-মনিহার হয়ে মুড়লী ইমামবাড়ী গিয়ে শেষ হয়।

সেখানে কমিটির সভাপতি এহতেশাম উল আলম প্রতীকের সভাপতিত্বে শোক মজলিশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন কমিটির সম্পাদক সিরাজুল ইসলাম, উপদেষ্টা ফিরোজ খান, ঢাকা আল হাদী ফাউণ্ডেশনের বিভাগায় প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মাওলানা আলী হায়দার, দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ীর পেশ ইমাম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মাওলানা কামরুজ্জামান আবীর ও পেশ ইমাম ইকবাল হুসাইন, সাইফুদ্দিন সাইফুল।

অনুষ্ঠান পরিচালনা করেন ইকরার হুসাইন লিটন।

রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে মিছিলটি মুড়লী মোড়স্থ ইমামবাড়ীতে গিয়ে শেষ হয়। এতে হাজার হাজার শিয়া মুসল্লি অংশ নেন।

এ সময় উপস্থিতিদের ও এলাকাবাসীদের মধ্যে তাবারক বিতরণ করা হয়। সন্ধ্যার পর শামে গারীবার মজলিশ শেষে কমিটির আশুরার দিনের শোক আয়োজন শেষ হয়।

Share.
Exit mobile version