বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের বারান্দীপাড়ার ভৈরব নদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি ওয়ান স্যুটারগান উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ। সোমবার রাত সাড়ে সাতটায় খবর পেয়ে পুলিশ এ অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় কোতয়ালি থানার এসআই মিহির মন্ডল অজ্ঞাত আসামি দিয়ে অস্ত্র আইনে মামলা করেছেন।

মামলায় তিনি উল্লেখ করেন, সোমবার সন্ধ্যা সাতটার দিকে তার কাছে খবর আসে বারান্দীপাড়া ঢাকা ব্রিজের পূর্বপাশে ভৈরব নদের পাড়ে অজ্ঞাত সন্ত্রাসীরা দুইটি অস্ত্র ফেলে পালিয়েছে। তাৎক্ষণিক তার নেতৃত্বে একটি টিম সেখানে যান। পরে ওই দুইটি অস্ত্র উদ্ধার করেন।

তিনি আরও জানান এ ঘটনায় মামলা হয়েছে। এছাড়া ওই অস্ত্র কার কাছে ছিলো এমনকি কী কাজে ব্যবহার হয়েছে সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছে পুলিশ।

Share.
Exit mobile version