বাংলার ভোর প্রতিবেদক

যশোরে পুলিশের বাধায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। শিক্ষার্থী হত্যা ও সরকারের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির ডাক দিয়েছিল দলটি। তার আগেই দলীয় কার্যালয়ে প্রবেশের সবগুলো রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। কর্মসূচিতে যোগ দিতে আসা দলীয় নেতা-কর্মীদের রাস্তা থেকেই ফেরত পাঠিয়ে দেয় তারা। তবে বিক্ষোভ কর্মসূচি পালন করতে না দেওয়ার প্রতিবাদে পরে শহরের সাতটি স্থানে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা।


দলটির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের বলেন, স্থানীয় প্রশাসনকে জানিয়েই শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অথচ সেটাও করতে দেয়নি পুলিশ। অমিত বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দিতে গিয়েই ঢাকাসহ সারাদেশের রাজপথে উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং শত শত মানুষকে প্রাণ দিতে হয়েছে। যশোরে শিক্ষার্থীদের পাশাপাশি রাজনৈতিক দলগুলো এতোদিন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে এসেছে, কোন ঝামেলা হয়নি। এখন বিএনপির শান্তিপূর্ন এই কর্মসূচিতে পুলিশের এই বাধা প্রমান করে যে আসলে তারা শান্তিপূর্ণ পরিবেশ চায় না।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version