বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পুলিশ পরিচয়ে স্বর্ণ ডাকাতির মামলায় হ্যান্ডক্যাপ ওয়াকিটকিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সাড়ে সাতটার দিকে ডিএমপি তাঁতীবাজার এলাকার হাজী মার্কেটে এলাকা থেকে তাদের গ্রেফতার করে যশোর জেলা ডিবি ও কোতয়ালি থানা পুলিশ। তাদের কাছ থেকে পাঁচ ভরি ১১ আনা ওজনের গিনি সোনা, এক জোড়া স্টিলের হ্যান্ডক্যাপ, ২টি কালো রংয়ের ওয়াকি-টকি, দুইটি সাদা কসটেপ ও সাদা রংয়রে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
রোবাবর জেলা পুলিশের মিডিয়া সেলে জানানো হয়, চলতি বছরের ১৪ জুলাই সকালে যশোরের রাজারহাট রেল ক্রসিং থেকে পুলিশ পরিচয় ২ থেকে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি প্রাইভেটকার গতিরোধ করে সুধীর কুমার দাসের শ্যালক আনন্দ বসু এবং দোকানের কর্মচারী রাসেল গাজীর চোখ বেঁধে, হাতে হ্যান্ডকাপ পরিয়ে তাদের কাছে থাকা ১৯ ভরি আট আনা স্বর্ণ, নগদ ২৬ হাজার টাকা এবং চারটি মোবাইল সেট ছিনিয়ে মণিরামপুর থানাধীন ট্যাংরাখালী এলাকার একটি ফাঁকা জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় যশোর কোতয়ালী থানা মামলা হয়। ওই মামলায় এ সকল আসামিকে আটক করা হয়।
শিরোনাম:
- বার্ধক্য হোক ভালোবাসার
- চারুপীঠকে আর্থিক অনুদান দিল জেসিএফ কর্মীরা
- কোটচাঁদপুর পরিবার পরিকল্পনা অফিসের উঠান বৈঠক
- জীবননগর জুয়েলার্স সমিতির শপথ অনুষ্ঠিত
- যশোরে খালেদা হত্যা মামলায় ‘দত্তক’ ছেলের নামে চার্জশিট
- যশোরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা হাজির হলেও ক্লাস হয়নি
- যবিপ্রবিতে ইংরেজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
- যশোরে যাত্রীবাহী বাস থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, যাত্রী আটক