বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। শনিবার সকালে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দারের নেতৃত্বে পুলিশ লাইন্সে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে এবং তাদের স্মরণে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এছাড়া দিবসটি উপলক্ষে পুলিশ লাইনে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন যশোর সিআইডি পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে প্রতি বছরের ১ লা মার্চ পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়। তবে একই সময়ে পুলিশ সপ্তাহ উদযাপন করায় শনিবার পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন করা হয়।