বাংলার ভোর ডেস্ক
যশোরে জাতীয় পুষ্টি সপ্তাহের (২০২৪) উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে বেলুন উড়িয়ে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।
“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টিগুণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ দিন ব্যপি পুষ্টি সপ্তাহের আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টিবার্তা প্রচার, বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পুষ্টি কার্যক্রম জোরদার করন, মা সমাবেশ করে পুষ্টিকর খাদ্য প্রস্তুত সম্পর্কে অবহিত করা, প্রবীণদের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা, শিক্ষার্থীদের মাঝে পুষ্টি বিষয়ক কুইজের আয়োজন ও পুরস্কার বিতরণি। ৭ দিনব্যাপি চলমান এই কার্যক্রম সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন দপ্তর ও সংস্থার সাথে সমন্বয় করে সিভিল সার্জন অফিস যশোর পরিচালনা করবে।
এ সময়ে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমসহ জেলা পুষ্টি কমিটির সদস্য এবং স্বাস্থ্য ও পুষ্টি খাতে কর্মরত বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কর্মীবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি যশোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক।