বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পৃথক স্থানে দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। আহতরা হলেন সদরের বালিয়াডাঙ্গা গ্রামের তৌহিদুল ইসলাম (৩০) ও বাঘারপাড়ার জয়নগর গ্রামের সজীব হোসেন (২৪)। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত তৌহিদুল জানান, আজ (বুধবার) দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই রবিউল ইসলামের সাথে তর্কাতর্কি হয়। এ সময় রবিউল তার বন্ধু কালু ও আলমগীরকে ডেকে এনে তাকে পিটিয়ে আহত করে। পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এদিকে আহত সজীব হোসেন জানান, গতকার দুপুরে পুকুরে পানি দেয়া নিয়ে একই এলাকার নূর ইসলামের সাথে তার তর্কাতর্কির একপর্যায়ে নুর ইসলাম ছবদুল, সাব্বির হোসেন, রিফাত হোসেন ও সিফাত হোসেনকে ডেকে এনে তাকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক জারিন তাসনিন জানান, সজীব হোসেনের মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে এবং তৌহিদুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তারা দুইজনই আশংকামুক্ত রয়েছেন।