বাংলার ভোর প্রতিবেদক
উপমহাদেশের প্রখ্যাত মরমি সাধক পুরুষ লালন সাঁইয়ের বাণী ও সুরকে বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে ফরিদা পারভীন অসামান্য ভূমিকা রেখেছিলেন বলে মন্তব্য করেছেন সুরবিতান যশোরের সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাস। তিনি বলেন, তার কন্ঠে লালনের অসংখ্য গান মানুষের হৃদয় ছুঁয়েছে। তাইতো মানুষ ভালোবেসে তাকে লালনসম্রাজ্ঞী, লালনকন্যা নামে ডাকে। এজন্য তার সকল সৃষ্টি ধরে রাখার জন্য আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহের আয়োজনে মুনশি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ কিংবদন্তি লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনের স্মরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন অ্যাড. বাসুদেব বিশ্বাস।

অনুষ্ঠানে তীর্যক যশোরের শিল্পী রিতা পাল, উদীচির সামসুন্নাহার সরদার, সপ্তসুরের রফিকুল ইসলাম, চাঁদের হাটের আমিন মোহাম্মদ বাবু ছাড়াও বিভিন্ন সংগঠনের শিল্পীরা একক ও সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন যশোর জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, বিবর্তন যশোরের সভাপতি সানোয়ার আলম খান দুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, নাট্য ব্যক্তিত্ব আবুল হাসান তুহিন, স্বপন দাস, আলমগীর হেসেন বাবুসহ যশোরের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

Share.
Exit mobile version