বাংলার ভোর প্রতিবেদক
যশোরের রেলরোডের চারখাম্বার পাশে অবস্থিত অরিয়ন হোটেলের সামনে এক বাড়ির তিনতলা ফ্ল্যাট থেকে যুবক রজত কাঞ্চন সাহা স্বপ্নীলের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত স্বপ্নীল স্থানীয় রবিতোষ সাহার ছেলে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি স্বপ্নীলের পারিবারিক জীবন নিয়ে অশান্তি তৈরি হয়। স্বপ্নীল মুসলিম এক মেয়েকে বিয়ে করার পর তার পরিবারে সৃষ্ট অশান্তি নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। একই সঙ্গে তিনি মাদকাশক্তি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যার মধ্যে নড়াইলের একটি ডাকাতি মামলা এবং মাদক সেবনসহ আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। এই সব বিষয়ও তার আত্মহননের পেছনে অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে এলাকাবাসী তিনতলা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেতে শুরু করেন। পরে স্বপ্নীলের ঘর থেকে সাড়া শব্দ না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা, তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

স্বপ্নীলের বাবা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং তার মা আইসিইউতে চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পরিবারের সদস্যরা গভীর শোকাহত।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version