বাংলার ভোর প্রতিবেদক
নিয়ম-নীতি না মানায় কালীগঞ্জ মোটর মালিক সমিতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। সোমবার খুলনা বিভাগের ১০ জেলার ২৫ টি সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতারা এ বক্তব্য দেন।
যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সমিতির যশোর জেলা সভাপতি পবিত্র কাপুড়িয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ আল লতিফ খোকা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম, বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় সভাপতি রবিউল ইসলাম রবি, যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন, যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু, যশোর মিনিবাস মালিক সমিতির সভাপতি মুসলিম আলী পাপ্পু, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্তুজা হোসেন, সহসাধারণ সম্পাদক হারুনুর রশিদ ফুলু, কোটচাঁদপুর কমিটির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, চুয়াডাঙ্গার সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, চৌগাছার সভাপতি জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মহেশপুরের সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক সোমেন কুমার নাথ, খাজুরা মালিক সমিতির সভাপতি তারেক হোসেন, কেশবপুর কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
উল্লেখ্য ঢাকা মেট্রো ব ১৪-৫৫১৪ নাম্বারের যশোর বিনিবাস মালিক সমিতির একটি যাত্রীবাহী বাস কালিগঞ্জের সভাপতি ফরিদ উদ্দিন অবৈধভাবে আটকে রাখেন। এ ঘটনায় নেতৃবৃন্দ তার সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কালীগঞ্জের রোডে যশোর মিনিবাস মালিক সমিতির কোন বাস চলাচল করতে দেবেন না বলে জানান।
##