বাংলার ভোর প্রতিবেদক

যশোর মিনি বাস মালিক সমিতির কার্যালয়ের অফিসের সামনে থেকে বার্মিজ চাকুসহ মোহাম্মদ আলী (২১) নামে এক যুবককে আটক করে পুুলিশে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

মোহাম্মদ আলী শংকরপুর নতুন বাসটার্মিনাল এলাকার মৃত ফজলুর ছেলে।

বুধবার যশোর মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ওই অফিসে যায়। আগেই সেখানে বেশ কিছু হেলপার ও পরিবহণ শ্রমিক অবস্থান করছিলো।

সে সময় মোহাম্মদ আলীকে চাকুসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

কোতয়ালি থানার এসআই ওয়াহিদুজ্জামান জানিয়েছে, আটক মোহাম্মদ আলীকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share.
Exit mobile version