বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে শামস্-উল-হুদা স্টেডিয়ামে ফুটবল, এ্যাথলেটিকস্ ও সাঁতার প্রশিক্ষণের এই উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম।
জেলা ক্রীড়া অফিসার খালেদ জাহাঙ্গীরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য মো. শফিকুজ্জামান, এ জেড এম সালেক, শ্রী নিবাস হালদার এবং সামিউল আলম শিমুল প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নাজিবুল আলম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে ক্রীড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। তিনি জেলা ক্রীড়া অফিসের এই উদ্যোগের প্রশংসা করেন এবং প্রশিক্ষণার্থীদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার খালেদ জাহাঙ্গীর প্রশিক্ষণ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিকভাবে প্রশিক্ষণে মনোনিবেশ করার আহ্বান জানান।
তিনি জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ খেলোয়াড়রা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।