বাংলার ভোর প্রতিবেদক

জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার, সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের রূপরেখাসহ রোডম্যাপ ঘোষণা করার দাবিতে কর্মীসভা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) যশোর জেলা শাখা। সোমবার প্রেসক্লাব যশোরের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু, বাসদ কুষ্টিয়া জেলা কমিটির সমন্বয়ক সফিউর রহমান, বাসদ যশোর জেলা কমিটির সমন্বয়ক শাহাজান আলী, বাসদ ঝিনাইদহ জেলা কমিটির সমন্বয়ক আসাদুজ্জামান আসাদ।

Share.
Exit mobile version