বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযানে ২৩৩ দশমিক ২৬ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম দেওয়ান মো. খালেদ হোসেন (৪৯)।

রোববার ভোর ৬টায় যশোর কোতোয়ালী থানাধীন মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক খালেদ হোসেনের কাছ থেকে দুটি স্বর্ণের বার, একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত স্বর্ণসহ মোট সিজার মূল্য ৫১ লাখ ১৬ হাজার ১৪২ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঢাকা থেকে যশোর হয়ে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.
Exit mobile version