বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ভারতীয় মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে চাঁচড়া পুলিশ ফাঁড়ি সদস্যরা। এসময় তার কাছ থেকে আট বোতল মদ উদ্ধার করা হয়েছে। আটক তুষার সূত্রধর ভারতের ২৪ পরগনা জেলার বাদুড়িয়া উপজেলার চন্ডিপুর গ্রামের তপন সূত্রধরের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দিয়ে তুষারকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মালেক বলেন, সোমবার বিকেলে তাদেরকাছে খবর আসে চাঁচড়া চকপোস্টের শ্রমিক অফিসের সামনে এক ব্যক্তি মদ নিয়ে অবস্থান করছেন। তাৎক্ষনিক তার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তুষার সূত্রধরকে আটক করে। পরে তার কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকে আট বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।