বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক টিপু সুলতান বেনাপোল পোর্টথানার পুটখালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মঙ্গলবার অপহৃত ব্যবসায়ী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর গ্রামের মধুসদন বিশ্বাস বাদী হয়ে চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। পলাতক আসামিরা হলেন, যশোর সদর উপজেলার চুরামনকাটি গ্রামের লিটন, রাসেল ও জুয়েল।
মামলায় বাদী উল্লেখ করেন, মধুসূদন বিশ্বাসের রাজবাড়ীতে একমি কোম্পানির ডিলারশিপের ডিপো ছিলো। অন্যদিকে টিপু একমি কোম্পানিতে চাকরি করতেন। সেই সুবাদে তার সাথে পরিচয় হয়। এ সময় টিপু জানান যশোরে তার কিছু একমির পণ্য রয়েছে। যা তিনি মধুসূদনের মাধ্যমে বিক্রি করতে চান। দু’পক্ষই রাজি হওয়ায় টিপু একলাখ টাকার মাল রাজবাড়িতে পাঠিয়ে দেয়। এই বাবদ একলাখ টাকার একটি চেক দেন মধুসূদন। পরবর্তিতে টিপু ওই চেকের বিপরীতে মধুসূদনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেন। ওই মামলায় গত সোমবার হাজিরা দিতে আসেন মধুসদন। বেলা ২ টায় আসামির রেলস্টেশন এলাকায় মধুসুদনকে পেয়ে অপহরণ করে চুড়ামনকাটি এলাকায় খালপাড়ে আটকে রাখে। এরপর তার কাছে দুইলাখ টাকা চাঁদা দাবি করে। বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয় এবং মধুসদনের কাছে থাকা ৮৪ হাজার টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ৫০ হাজার টাকা বাড়ি থেকে আনিয়ে নেয়। একপর্যায় বিষয়টি জানাজানি হলে মধুসুদনের স্বজনেরা যশোরে এসে পুলিশের সহযোগিতা নেন। পুলিশ আসামিদের সাথে মোবাইলে যোগাযোগ করলেই মধুসূদনকে ছেড়ে দিয়ে সটকে পরে টিপুসহ তার সহকারীরা।
পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে টিপুকে আটক করে মঙ্গলবার আদালতে সোপর্দ করে।
পুলিশ জানিয়েছে এঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।