বাংলার ভোর প্রতিবেদক
যশোরে নিজ নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মান্নান শিকদার (৪০) নামে এক প্রবাসীর শরীর ঝলসে গেছে। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজের নিয়ে যাওয়া হয়েছে।
আহত আব্দুল মান্নান শিকদারের ছেলে রফিক শিকদার জানিয়েছেন, গতকাল বিকেলে নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলায় দেয়ালে পানি দিতে ওঠেন। এ সময় অসাবধানতার কারণে বিদ্যুতের তারে স্পর্শ হয়। তখন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীর ঝলসে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, বিদ্যুতস্পৃষ্টে আব্দুল মান্নানের শরীরের ৪০ ভাগ পুড়ে গিয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।