বাংলার ভোর প্রতিবেদক
যশোর গঠন করা হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসনী পরিষদ।

শহরের মৈত্রী ভলান্টিয়ার্স কার্যালয়ে শুক্রবার বিকেল চারটায় ভাসানী পরিষদের কেন্দ্রীয় সভাপতি এএসএম কামাল উদ্দিনের উপস্থিতিতে এক সভার মাধ্যমে এ কমিটির যাত্রা শুরু হয়।

হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন অ্যাড. আজিজুল ইসলাম, অধ্যাপক ইসরারুল হক, নাজিম উদ্দিন, প্রকৌশলী রুহুল আমিন, তসলিমুর রহমান প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন মুস্তাফিজুর রহমান।
আলোচনা শেষে হারুন অর রশীদকে আহবায়ক, নাজিম উদ্দিনকে যুগ্ম আহবায়ক ও মুস্তাফিজুর রহমান কবিরকে সদস্য সচিব করে ৫০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মজলুম জননেতা মাওলানা ভাসানী সারাজীবন অসহায় নিপিড়ীত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তিনি একজন প্রকৃত জাতীয়তাবাদী নেতা ছিলেন বলেই তিনি সাম্রজ্যবাদের বিরুদ্ধে লড়াই ও অসম্প্রদায়িক বাংগালী জাতির চেতনার পক্ষে প্রচার করেছেন। দেশ ও জাতির অস্তিত্বের স্বার্থে আজ মওলানা ভাসানীকে আকড়ে ধরার বিকল্প নেই।

Share.
Exit mobile version