বাংলার ভোর প্রতিবেদক

যশোরের পল্লী বিদ্যুৎ সমিতি ভিলেজ ইলেকট্রিশিয়ান এসোসিয়েশনের মতবিনিময় সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের বাহাদুরপুরে অবস্থিত জেস গার্ডেন পার্কে এ মিলনমেলা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি আফজাল হোসেন বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মিয়া এবং সকল বিভাগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। আমন্ত্রিত অতিথি ছিলেন এ.এস.কে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বাহাদুরপুরের ব্যবস্থাপনা পরিচালক রোকনুজ্জামান।

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভিলেজ ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি  সাইফুর রহমান শহীদ, খুলনা বিভাগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যশোর জেলার সভাপতি আকিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম পিন্টু প্রমুখ। খুলনা বিভাগ বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম রজ্জব আলি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মিলন মেলায় সারা দেশ থেকে আগত পল্লী বিদ্যুৎকর্মীদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও ভাবনার আদান-প্রদান হয়। অনুষ্ঠানে বক্তারা পল্লী বিদ্যুতের উন্নয়নে ভিলেজ ইলেকট্রিশিয়ানদের ভূমিকা এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ অনুষ্ঠানে সারা বাংলাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ১ হাজার ৫০০ কর্মী অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, মিলনমেলা কর্মীদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে এবং তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হবে। সারা দেশের বিপুল সংখ্যক কর্মীর এই প্রথম মিলন মেলা অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Share.
Exit mobile version