বিবি প্রতিবেদক
সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় যশোরে প্লট ব্যবসায়ী সমিতির নেতা ও মাদরাসা শিক্ষকের দুই পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের আরবপুর দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ ও উপশহর আলিয়া মাদরাসার শিক্ষক আব্দুল মালেক (৫৫) সদর উপজেলার আরবপুর এলাকার বাসিন্দা। গুরুতর অবস্থায় আব্দুল মালেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আইডিয়াল সিটি মালিক সমিতির সভাপতি মফিজুর রহমান বলেন, শুক্রবার এশার নামাজের পরে আরবপুর দীঘিরপাড়া মসজিদের সামনে অবস্থান করছিলেন আব্দুল মালেক। রাত ৯টা পর সেখান থেকে স্থানীয় সন্ত্রাসী মামুনের নেতৃত্বে ৭-৮ জন তাকে ধরে পাশের মাঠে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে দুই পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে।
স্থানীয়রা জানায়, আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ ও উপশহর আলিয়া মাদরাসার শিক্ষক আব্দুল মালেকের কাছে সন্ত্রাসী একটি চক্র প্রায়ই চাঁদা দাবি করতো এবং তাদের প্লটে মাদকের আড্ডা বসাতো। প্রতিকার চেয়ে তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে কিছুদিন আগে মামলা করেন। এতে ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা তার ওপর এ হামলা চালায়।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, আব্দুল মালেককে দু’পায়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ ঘটনার কারণ উদঘাটন ও হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, তার দুই পায়ে একাধিকবার এলোপাতাড়িভাবে কোপানো হয়েছে। তার দুই পায়ের হাঁটুর নিচের অংশ সামান্য জোড়া লেগে আছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version