বাংলার ভোর প্রতিবেদক
নড়াইল জেলার একটি মাদক মামলার রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার ইকরামুলকে (৩৭) সাতক্ষীরার কলোরোয়া থানার মুরারীকাঠি থেকে আটক করেছে র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা।
গত ২০০৯ সালে নড়াইল সদর থানা পুলিশ বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ইকরামুলকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়। মামলায় প্রায় ৯ মাস জেলহাজবাস করেন একরামুল। পরে আদালত থেকে জামিন পেয়ে পলাতক জীবন যাপন করে। চলতি মাসে মামলায় দোষী সাব্যস্ত করে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। পরে র্যাব যশোর ক্যাম্পের সদস্যরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে গত বুধবার গভীর রাতে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মুরারীকাটি গ্রাম থেকে আটক করেন। খন্দকার এনামুল ইসলাম ওরফে ছোট সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মুরারিকাঠি গ্রামের বাসিন্দা।
র্যাব যশোর ক্যাম্পের সদস্যরা আরো জানায়, বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আরো স্বীকারোক্তি দেয় নিজেকে আত্মগোপনে রেখে দেশের বিভিন্ন এলাকায় টাইলস ফিটিং এর কাজ করতো এবং আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ২০১৬ সাল থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত বিদেশে ছিল।