বাংলার ভোর প্রতিবেদক
যশোরে রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে হঠাৎ করেই রেকর্ডরুম থেকে ধোঁয়া ও আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে এর আগেই আগুনে রেকর্ড রুমের ভেতরে থাকা প্রায় তিনশ বছরের পুরাতন গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রিটিশ আমলে তৈরি এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিলো। এখানে রাখা হত পুরাতন নথিপত্র। ভবনটির দরজা জানালা জোড়াতালি দিয়ে রাখা। ভবনের ভিতরে ও আশে পাশে মাদকের প্রভাব দৃশ্যমান।

ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে, স্থানীয় মানুষের ভাষ্যমতে এই ভবনে সংক্রিয় ভাবে আগুন লাগার কোনো সুযোগ নেই। কেউ না কেউ পরিকল্পিত ভাবে পুরাতন নথিপত্র নষ্ট করতে এই ঘটনা ঘটিয়েছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার দাবি করছেন তারা।

স্থানীয় বাসিন্দা কাজী নূর জানান, এই আগুন লাগার ঘটনা পরিকল্পিত কি না সেটা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হোক। এমনও হতে পারে এই ভূমি অফিসের কেউ না কেউ জড়িত থাকতে পারে। বা পতিত সরকারের অনুসারিরা বর্তমান সরকারকে বিব্রত করতে এটা করতে পারে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হোক।

যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এঘটনায় জেলা রেজিস্ট্রার মুহাম্মদ আবু তালেবের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Share.
Exit mobile version