Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস
  • গৌরবের বিজয়ের দিন আজ
  • বিএনপি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায় : নার্গিস বেগম
  • যশোর জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য
  • ভারত থেকে এলো ৯০ টন পেঁয়াজ, কেজিতে দাম কমলো ১০ টাকা
  • যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ
  • তালার মাগুরায় ৪ শহীদ মুক্তিযোদ্ধার মাজারে পুষ্পমাল্য অর্পণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ডিসেম্বর ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে রেমালের প্রভাব; সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি : বিমানের ফ্লাইট বাতিল

banglarbhoreBy banglarbhoreমে ২৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্মচাপটি ঘূর্ণিঝড় ‘রেমালে’ রুপ নিয়েছে। নিম্নচাপের প্রভাব ছিলো যশোরেও। রবিবার দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে বইতে থাকে ঝড়ো হাওয়া। যা অব্যহত থাকে গভীর রাত অবধিও। যশোর বিমান বাহিনী নিয়ন্ত্রীত আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর থেকে ঝড়ো বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বাতাসের গতিবেগ ছিলো সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল। এদিন রাত সাড়ে আটটা পর্যন্ত ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, ঘূর্ণিঝড় রেমালের কারণে ঢাকা থেকে যশোরগামী ফ্লাইটগুলো বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়ার কথা ছিলো যশোরে। দুপুরের পর থেকে আঘাত হানতে পারে খুলনা যশোর সাতক্ষীরা। সেই পূবভাস অনুযায়ী রবিবার দুপুর পর্যন্ত যশোরের আকাশ ছিলো রৌদ্রজ্জ্বল। দুপুরের পর থেকে আকাশে মেঘ জমতে থাকে। অন্যদিকে বইতে থাকে ঝড়ো বাতাস। ঘূর্ণিঝড় রেমালের খবরে শহরজুড়ে সাধারণ মানুষের ভিতরে ভীতি কাজ করছে। অনেক দোকানি বিকেল বেলা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। শহরে মানুষের পদচারণা কিছুটা কমেছে। ইজিবাইক, রিস্কা চালকরা থেমে থেমে বৃষ্টিতে ভিজে যাত্রী খুঁজছেন। কিন্তু ঘর থেকে মানুষ কম বের হওয়াতে অনেকেই যাত্রী পাচ্ছেন না।

যশোর শহরের সার্কিট হাউজের সামনে কথা হয় রিক্সাচালক ইসারত খাঁর সাথে। তিনি বলেন, সকালে রিক্সা নিয়ে বের হয়েছিলাম। তেমন ভাড়া পাইনি। বিকেলে বের হয়ে সন্ধ্যা পর্যন্ত ৪০ টাকা আয় হয়েছে। শুনতেছি ঝড় হবে। সেই ভয়ে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। অনেক দিন ঝড় বৃষ্টি হয়নি তো। মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে। দেখি ভাড়া না পেলে আমিও বাড়ি চলে যাবো।

ইজিবাইক চালক ইকলাস মোল্যা বলেন, সকালের দিকে বাইরে লোকজন ছিলো। অনেক জন পরীক্ষা বন্ধ না জেনে পরীক্ষা দিতে এসেছিলো। সন্ধ্যার সময় ঝড় উঠবে শুনে সবাই ঘরে ফিরে যাচ্ছে। বাইরে লোকজন কম, ভাড়াও কম পাচ্ছি। ফল বিক্রেতা কামারুল ইসলাম বলেন, প্রতিদিন ফুটপাতে বসে ফল বিক্রি করি। আজ বেঁচা বিক্রি নেই। এখন দোকান গুছিয়ে বাড়ি যাবো।

আব্দুস সালাম নামে একজন পথচারি বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যশোরে বৃষ্টি ও ঝড়ের প্রভাব সকাল থেকে দেখা যাচ্ছে। যদিও আমরা উপকূলের জেলার বাসিন্দা না। তারপরও সতর্ক থাকতে হচ্ছে। স্বাভাবিকভাবে বাজার থেকে বাড়ি একটু দেরি করে ফেরা হয়। আজ সন্ধ্যায় রেমাল আঘাত হানতে পারে এমন খবর শুনে বাইরের কাজ সেরে দ্রুত বাসায় ফিরছি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা শহরসহ উপজেলা ও ইউনিয়নে ইউনিয়নে সাধারণ মানুষকে সতর্ক করতে মাইকিং করা হয়েছে। জেলা জুড়ে যথেষ্ঠ সতর্কতা ও আপদকালিন নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ২৬ মে ঢাকা থেকে যশোরগামী ফ্লাইটগুলো বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রোববার এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।

বিমান জানায়, যশোর বিমানবন্দর এখনো বন্ধ ঘোষণা করা হয়নি। বিমান এই রুটে ড্যাশ-৮ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করে। বাতাসের তীব্রতার কারণে এই এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করা সম্ভব নয়। তাই এই রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। বোসরা ইসলাম বলেন, প্রতিকূল আবহাওয়ায় বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় ২৬ মে কলকাতা, কক্সবাজার ও চট্টগ্রাম রুটের নির্দিষ্ট কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যান্য ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত না আসা পর্যন্ত সেগুলো স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বিমান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস

ডিসেম্বর ১৬, ২০২৫

গৌরবের বিজয়ের দিন আজ

ডিসেম্বর ১৬, ২০২৫

বিএনপি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায় : নার্গিস বেগম

ডিসেম্বর ১৬, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.