বাংলার ভোর প্রতিবেদক
পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডব, শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা, গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নৃশংস গণহত্যায় নিহত শহীদদের স্মরণে শোক মিছিল করেছে যশোর জেলা ছাত্রদল।
বুধবার জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়। এটি শহরের এমকে রোড, চৌরাস্তা মোড়, আর এন রোড হয়ে মনিহার চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর। উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সহসভাপতি খান মো. আলী রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,হাসান আহমেদ, ওমর খসরু রুম্মন, সাগর হোসেন, গোলাম হাসান সনি, প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য্য, আইন বিষয়ক সম্পাদক জুবায়ের হোসেন মারুফ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল আহমেদ, নগর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি, যুগ্ম-আহ্বায়ক সাব্বির হোসেন, এম এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুল হাসান প্রমুখ।
শিরোনাম:
- বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
- নুরুজ্জামানকে প্রধান সমন্বয়কারী করে এনসিপির যশোর জেলা সমন্বয় কমিটি অনুমোদন
- যশোর জেনারেল হাসপাতালে ওষুধ চুরিকালে ধরা
- যশোরে ৮টি পিস স্বর্ণের বারসহ আটক ১
- গণঅধিকার পরিষদ জনগণের অধিকার আদায়ের জন্য গঠিত : আশিক ইকবাল
- যশোরে ধুমধামে হরিজনদের সূর্যপূজা উদযাপিত
- সেই মহাসিনের বিষয়ে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিতে নির্দেশ দুদকের
- সোমবার যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
