বাংলার ভোর প্রতিবেদক

গণহত্যার বিচার, বিতর্কিত কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে যশোরে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মাস্টার ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার প্রচার-দাওয়াহ বিষয়ক সম্পাদক ও ইসলামী যুব আন্দোলন যশোর জেলার সভাপতি কামরুজ্জামান, জেলা যুব আন্দোলনের প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান মুন্না, মাস্টার ফারুক হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মোহাম্মদ ইমরান হোসাইন, জিহাদ হোসেন নয়ন।

মানববন্ধন পরিচালনা করেন জেলা জাতীয় শিক্ষক ফোরামের জেলা সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ ইউনুস আহমেদ।

Share.
Exit mobile version