বাংলার ভোর প্রতিবেদক

সমাজ জাগরণে গণমত (সজাগ) এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে এস এম সোহেল ও হারুণ হাফিজ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে সহ-সভাপতি গালিব হাসান পিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নূর, কোষাধ্যক্ষ জসীম উদ্দীন, সদস্য মুহাম্মাদ হাবিবুর রহমান ও আল মামুন শাওন।

মতবিনিময় সভায় আগামী ২৫ সেপ্টেম্বর সংগঠনের পক্ষ থেকে যশোর পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ২০০৮ সালের অক্টোবরে আর্ট রিসার্চ কেন্দ্র ‘চারুপীঠ’ চত্বরে কিছু উদ্যোমী তরুণ যুবাদের সমন্বয়ে সামাজিক সংগঠন হিসেবে ‘সজাগ’ এর আত্মপ্রকাশ ঘটে।

Share.
Exit mobile version