বাংলার ভোর প্রতিবেবদক
যশোর সদর উপজেলার বসুন্দিয়া রেলক্রসিং এর কাছে প্রিমিয়ার সিমেন্ট বহনকারী একটি কভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-উ-১১-৪৫৬৭) তামিম হোসেন (১৮) নামে এক যুবক নিহতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। নিহতের পিতা বাঘারপাড়া উপজেলার আলাদীপুর গ্রামের মহাসিন গাজী (৫০) অজ্ঞাত চালককে আসামি করে মামলাটি করেন।
এজাহারে তিনি উল্লেখ করছেন, তার ছেলে গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় প্রিমিয়ার সিমেন্ট বহনকারী ওই কাভার্ডভ্যানটি তাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠিয়ে দেয়। সে সময় চালক কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তামিম মারা যায়। পরে তিনি সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে ছেলেকে দেখতে পান এবং থানায় মামলা করেন।