বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সনাতন ধর্মাবলম্বী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার সকালে তিনি যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী শীলারায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। ৩০ বছরেও কোন বহুতল ভবন না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি একটি বহুতল ভবন করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কোতোয়ালি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য এবং বিদ্যালয়ের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে তিনি যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর বিরামপুরে অবস্থিত রাধা-কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আরেকটি আলোচনা সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমরা কখনোই হিন্দু-মুসলমান বিবেচনায় কোনো বিভাজন করি না। সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা একটি নিরাপদ ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।” তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের বিষয়ে গুরুত্বারোপ করেন।
এতে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি মহাদেব ব্যানার্জি, সাধারণ সম্পাদক সুখেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক সুকুমার রায়, রবি দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে অনিন্দ্য ইসলাম অমিত এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। এবং স্থানীয় পাগলাদা গ্রামে বিএনপি কর্মী মৃত মুকুল হোসেন এর বাড়ি গিয়ে পরিবারকে সমবেদনা জানায়।

