বাংলার ভোর প্রতিবেদক

যশোরে এক সহকারী শিক্ষককে পূর্বশত্রুতার জের ধরে হত্যা, মারপিট ও জখমের হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। জমি সংক্রান্ত বিষয় নিয়ে গত বুধবার সকালে শহরের শেখহাটি শহিদ আব্দুল আজিজ সড়কস্থ ভুক্তভোগীর বাড়িতে এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী সহকারী শিক্ষক লিয়াকত হোসেন নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি এলাকার মকবুল হোসেনের ছেলে। একই সাথে তিনি সদরের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষক যশোর কোতয়ালী থানাত লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী শিক্ষক লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, শহরের শেখহাটি এলাকার হাদিউজ্জামান ও তার স্ত্রী রুপা বেগম, আব্দুল জলিল মোল্লার ছেলে শামসুর রহমান একই এলাকার সোহাগীদের সাথে একটি জমি ও রাস্তা নিয়ে পূর্ব বিরোধ ছিল। সেই জমি ও রাস্তা নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে নিষেধাজ্ঞা রয়েছে। পূর্বের ঘটনার জের বুধবার সকালে অভিযুক্তরা ভুক্তভোগী লিয়াকতের বাড়িতে আসেন। বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ মারপিট, খুন জখম হত্যা করার হুমকি দেন। আদালতের নিষেধাজ্ঞা থাকা শর্তেও অভিযুক্তরা বাড়িতে এসে জমি দখরের চেষ্টা করেন। তাদের বিরুদ্ধে আদালতে মামলা তুলে নিতে বিভিন্ন সময়ে হুমকিও দিয়ে আসছে। মামলা তুলে না নিলে বিভিন্ন সময়ে তারা ভুক্তভোগী শিক্ষক ও তার পরিবারকে ক্ষতি করার হুমকিও দিয়ে বেড়াচ্ছে। এমন অবস্থায় ভুক্তভোগী শিক্ষক নিরাপত্তায় ভুগছেন।

যশোর কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) একে এম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ভুক্তভোগী শিক্ষক লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Share.
Exit mobile version